সুপ্রিয় পাঠক বন্ধু, আমি রাতুল। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার আদরের ছোট বোনটির জন্য অনেক অনেক গিফট কিনি। সেগুলো বেশ ব্যয়বহুল কারণ অনেক দামী। তাই আমি একটা বুদ্ধি করলাম। যেহেতু অনলাইনে অনেক সময় আমি থাকি তাই অনলাইনে অনেক খুঁজে খুঁজে একটা তথ্য পেয়ে গেলাম। যা আপনাদের সাথে শেয়ার করছি- সেটা হলো বিশ্বের সর্ববৃহৎ ইকমার্স সাইট এমাজন এবং তাদের সহযোগী বেশ কয়েকটি কোম্পানী ফ্রিতে অনেক গিফট আইটেম দিয়ে থাকে বাচ্চাদের। যা আমরা অনেকেই জানি না। কিন্তু ইউরোপ আমেরিকার অনেকেই ব্যাপারটা জানেন, তারা কেনার আগে সেসব ব্যবহার করে দেখেন সেই প্রোডাক্টগুলো কেমন?
এখন কথা হলো কেন এমাজন এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান কোটি কোটি টাকার বেবি আইটেম ফ্রিতে গিফট করে? তাদের দীর্ঘ টার্মস এন্ড কন্ডিশন পড়লে বিস্তারিত জানতে পারবেন। আমি এখানে সংক্ষেপে জানাচ্ছি- এমাজন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোও তাই। বিজ্ঞাপনের জন্য তারা প্রতি বছর কোটি কোটি ডলার খরচ করে। এই বিজ্ঞাপন বাজেটের একটি অংশই হচ্ছে “ফ্রি গিফট” সিস্টেম। আর তারা বাচ্চাদেরকেই গিফট দেয় যেন বাচ্চাদের বাবা-মা খুশি হয়ে এমাজনে কেনাকাটা করে।
তাদের সিস্টেমটি এরকম: এমাজনে একটি ফ্রি একাউন্ট ওপেন করে রেখে দেবেন। বিভিন্ন দিবস এবং প্রোগ্রাম উপলক্ষে এমাজন আপনার ঠিকানায় গিফট আইটেম বক্সগুলো পাঠিয়ে দেবে।
কিভাবে এমাজনে ফ্রি একাউন্ট ওপেন করবেন সেগুলো আপনাদের আমি স্ক্রিনশটসহ নিচে ধাপে ধাপে বর্ণনা করে লিখেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না।
প্রথম ধাপঃ সবার আগে আমাদের এমাজনে একাউন্ট বানাতে হবে। এখানে ক্লিক করুন। তারপর Get Started বাটনে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপঃ উপরের লিঙ্কে ক্লিক করে Get Started বাটনে ক্লিক করলে নিচের ছবির মতো পেজ ওপেন হবে। সেখানে আপনার ইমেইল এবং একটি পাসওয়ার্ড দিয়ে Create an account বাটনে ক্লিক করুন।
তৃতীয় ধাপঃ এখন Create account পেজটি এসেছে। নিচের ছবি লক্ষ্য করুন। ছবিতে লেখানুযায়ী আপনার নাম লিখুন। ইমেইল এবং পাসওয়ার্ড দুইবার করে দিন। আগের পেজে যেই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইমেইল এবং পাসওয়ার্ড-ই এখানে দিতে হবে। তারপর Create your Amazon account বাটনে ক্লিক করুন।
চতুর্থ ধাপঃ এই ধাপে আপনার এড্রেসটি ভালো করে দিতে হবে। কারণ এই এড্রেসেই আপনার গিফট আসবে। সুতরাং যদি এড্রেসে ভুল হয় তাহলে আপনার কোনো গিফট আসবে না। নিচের ছবিটি ভালো করে খেয়াল করুন। নিচের বক্সটিতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। নাহলে আপনার ঠিকানা অন্যান্যরা খুঁজে পাবে না। সুতরাং তাহলেও আপনি কোনো গিফট আইটেমের জন্য বিবেচিত হবেন না। সব কিছু ভালোভাবে লিখে, চেক করে Next Selection বাটনে ক্লিক করুন।
পঞ্চম ধাপঃ এই ধাপটি ভালো করে খেয়াল করুন- নিচের ছবিটিতে জানুয়ারি ১৫, ২০১৬ লেখা আছে। আপনি যেদিন এই একাউন্ট ক্রিয়েট করছেন সেদিন থেকে ১৫ দিন পরের তারিখ এখানে সিলেক্ট করবেন। তবে সেটা যেন আবার ৬০ দিনের বেশি না হয়।
ষষ্ঠ ধাপঃ এই ধাপটি আরও বেশি গুরুত্বপূর্ণ। প্রথমেই Privacy Setting-এ Public – Anyone can search for and view this registry অপশন সিলেক্ট করবেন অবশ্যই। তারপর নিচের তিনটি বক্সে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। অন্যথায় আপনাকে আমাজন এবং আমাজনের সহযোগী প্রতিষ্ঠানগুলো খুঁজে পাবে না। সব শেষে Submit বাটনে ক্লিক করুন। ব্যস হয়ে গেলো আপনার একাউন্ট। এখন আর একটি ধাপ বাকী আছে।
সপ্তম ধাপঃ এখানে ৩ টি অপশন আছে। তারমধ্যে প্রথম দু’টির যেকোনো একটি আপনি বাছাই করতে পারবেন। এই বাছাইয়ের উপর নির্ভর করেই আপনার গিফট আইটেমগুলো নির্বাচন করা হবে। প্রথম দু’টির একটি হচ্ছে: Parent’s Top Ten Picks এবং অন্যটি হচ্ছে: Rosie Pope’s Favorites. যেকোনো একটিতে ক্লিক করলে এই ধরণের আইটেমই আপনি পাবেন।
আজ এই পর্যন্তই। এই ব্লগে এটাই আমার প্রথম লেখা। আগামী কয়েক দিনের মধ্যে আপনাদের জন্য আরেকটু বিস্তারিত টিউটোরিয়াল দিব যেখানে এভাবেই স্কীনশট দিয়ে শিখিয়ে দিব কিভাবে হাজার হাজার বেবি গিফট আইটেম ফ্রি পেতে পারেন আমাজন ছাড়া আরও অন্যান্য সাইট থেকে। লিগ্যাল ওয়েতেই অনেক বেবি গিফট ফ্রিতে পাওয়ার সুযোগ আছে। এর বাহিরেও টিপস এন্ড ট্রিক্স-এর জন্য আমিতো আছিই।
আমার এই টিউটোরিয়ালটি ফেসবুকে সবার সাথে শেয়ার দিয়ে অন্যকেও ফ্রিতে বেবি গিফট আইটেম পাওয়ার সুযোগ দিন। আশা করি আমার এই প্রচেষ্টা আপনার পছন্দের সোনামনির জীবনে অনেক অনেক আনন্দ বয়ে আনবে। ভাল থাকবেন।
(বিঃদ্রঃ পোস্টটি পিপিলিকা.অর্গ থেকে সংগৃহীত )
Leave a Comment