রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে গান ব্যবহার করতে মোবাইল কোম্পানিগুলোর শিল্পীদের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ মঙ্গলবার বিকালে সচিবালয়ে বিভিন্ন মোবাইল অপারেটরের প্রতিনিধি এবং সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকারদের নিয়ে এক বৈঠকে প্রতিমন্ত্রী একথা জানান।
তারানা হালিম বলেন, নতুন গানের ক্ষেত্রে শিল্পী-সুরকার-গীতিকারদের সংগঠন বিএলসিপিএস (বাংলাদেশ লিরিসিস্টস কম্পোজার্স অ্যান্ড পারফরমার্স সোসাইটি) অথরিটি হিসেবে অনুমোদন দেবে। ২০১৭ সাল থেকে পুরোপুরি অথরিটি পাবে বিএলসিপিএস। এসময় শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন সুরুকার আলাউদ্দিন, শিল্লী সাবিনা ইয়াসমিন, এন্ডু কিশোর প্রমুখ
Leave a Comment