টিপস এন্ড ট্রিকস

নারীদের দুঃখিত না বলতে অ্যাপস

‘সরি বা দুঃখিত’ বলা নিঃসন্দেহে ভদ্রতার মধ্যে পড়ে। তবে সম্প্রতি প্রযুক্তি বাজারে এমন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ছাড়া হয়েছে যা নারীদের ‘দুঃখিত’ বলা বন্ধে সহায়তা করবে। বিশেষ করে কর্মক্ষেত্রে কর্তৃপক্ষ যদি তাদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করে। অ্যাপটির তৈরিকারী টামি রেইস বলেন, অ্যাপটির ব্যবহারকারী যদি ই-মেইল করার সময় ‘সরি, আই থিংক’ বা ‘আই অ্যাম নট এক্সপার্ট’ লিখবে তখন ‘জাস্ট নট সরি’ লেখাটি সামনে চলে আসবে।

সফটওয়্যার তৈরিকারী প্রতিষ্ঠান সাইরাস ইনোভেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা টামি রেইস বলেন, এখন পর্যন্ত ৫৩ হাজার বার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে। অ্যাপটি জিমেইল এবং গুগল ক্রোম ওয়েব ব্রাউজারের সঙ্গে ব্যবহার করা যাবে। গত বছরের ২৮ ডিসেম্বর অ্যাপটি চালু করা হয়। কৌতুক অভিনেত্রী অ্যামি শুমারের একটি জনপ্রিয় ভিডিও দেখার পর থেকে ‘দুঃখিত না বলার’ বিষয়টি নিয়ে ভাবেন টামি রেইস। এরপরই এই আ্যাপসটি তৈরি করেন। টামি রেইস বলেন, আক্রমণাত্মক কথা বা লেখার বিপরীতে যারা দুঃখ প্রকাশ না করে শিখে তারা মানসিকভাবে সুখে থাকে।

Leave a Comment