সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল সম্প্রতি ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) বিষয়ক একটি নতুন বিভাগ গঠন করেছে। এই বিভাগটি পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে গুগলের পণ্য ব্যবস্থাপনা দলের নির্বাহী ক্লে ব্যাভারকে। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম রিকোডের বরাতে রয়টার্স জানায়, পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ব্যাভার জিমেইল, গুগল ড্রাইভ, গুগল ডকস-সহ গুগলের কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাপস তদারকির দায়িত্বে নিয়োজিত ছিলেন। এখন তার কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করবেন গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডায়ান গ্রিন। এই তথ্যের সত্যতা গুগলের এক মুখপাত্রের কাছ থেকে নিশ্চিত করেছে রিকোড।
গুগল আগে থেকেই ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করছে। তবে এর আগে এ বিষয়ক পৃথক বিভাগ গঠনের দিকে এগোয়নি তারা। গতবছর মে মাসে কোম্পানিটি গোপ্রো-এর সাথে যৌথ উদ্যোগে একটি অ্যাপস তৈরি করার ঘোষণা দিয়েছিল। এই অ্যাপসের মাধ্যমে নিজের প্যানারমিক ছবিগুলোকে ৩৬০ ডিগ্রি কোণে ঘুরানো যাবে। এটি ব্যবহার করার জন্য ক্যামেরা চালু করে নিজের চারদিকে ঘুরাতে হবে। এবার এ ছবিগুলোকে গুগল কার্ডবোর্ডে নিলে ছবির ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যাবে। অথবা ক্যামেরা স্থির রেখে নিজেই মাথাটা পুরোটা ঘুরিয়ে আনলেও ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যাবে। পরবর্তীতে, গত নভেম্বরে গুগল জানিয়েছিল, তাদের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও শেয়ার করা যাবে। দর্শকরা মোবাইল ফোন এবং কার্ডবোর্ডে ভিআর ভিডিও দেখতে পাবেন।=
Leave a Comment