আউটসোর্সিং

উইন্ডোজ ১০ ডিভাইসের জন্য সিম বানাচ্ছে মাইক্রোসফট

গ্রাহকদের জন্য নতুন সেবা নিয়ে আসছে মাইক্রোসফট। এজন্য নতুন সেলুলার ডেটা অ্যাপ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। অ্যাপটি কেবল উইন্ডোজ ১০ ডিভাইসেই কাজ করবে, এর জন্য প্রয়োজন হবে আলাদা সিম কার্ড। এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে মাইক্রোসফটের সেলুলার ডেটা অ্যাপ। অ্যাপটি ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে মাইক্রোসফটের উইন্ডোজ স্টোরে। তবে নতুন সেবা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফট নিজস্ব সিম বিশ্ববাজারের কোথায় প্রথম বাজারজাত করবে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়, সেলুলার ডেটার দাম কেমন হবে জানা যায়নি সে তথ্যও। তবে মাইক্রোসফট এই সেবাটি উইন্ডোজ স্টোরের মাধ্যমেই দেবে এবং এর জন্য ব্যবহারকারীর মাইক্রোসফট অ্যাকাউন্ট প্রয়োজন হবে।

মাইক্রোসফট ব্যবহারকারীদের জন্য নিজস্ব ভার্চুয়াল মোবাইল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনাও করে থাকতে পারে বলে জানিয়েছে ভার্জ। এই সেবা দেয়ার জন্য মাইক্রোসফটকে অন্যান্য টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জোট বাঁধতে হতে পারে। সেলুলার ডেটা অ্যাপ আর সিম নিয়ে প্রশ্ন করা হলেও, এখনও কোনো উত্তর মেলেনি প্রতিষ্ঠানটির কাছ থেকে।

Leave a Comment