টেক সমাধান

ইন্টারনেটের অপব্যবহার রোধে স্যাংফরের নতুন সফটওয়্যার

ইন্টারনেটের অপব্যবহার রোধের বেশ কিছু সুবিধা নিয়ে বাংলাদেশের বাজারে নতুন সফটওয়্যার নিয়ে এলো চায়না ভিত্তিক প্রতিষ্ঠান স্যাংফর (SANGFOR)। আইএএম (IAM- INTERNET ACCESS MANEGMENT SOLUATION) নামের এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ইন্টারনেটের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, ব্র্যান্ডউইথের অপচয় রোধ, ইন্টারনেট ব্যবহারকারীদের নজরদারির মধ্যে রাখাসহ বেশ কিছু সুবিধা পাওয়া যাবে।

শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের সেমিনার হলে ‘ইন্টারনেট একসেস অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট’ সেমিনারে নতুন এই সফটওয়্যারের উদ্বোধন করা হয়। বাংলাদেশে স্যাংফরের সহযোগী প্রতিষ্ঠান দ্যা টমেটো (www.datomato.com)।

সেমিনারে আইএএম সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানানো হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্যাংফরের প্রধান প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং অফিসার জেকি চেন (Jackie Chen)। একপ্রশ্নের জবাবে তিনি জানান, এখনো বাংলাদেশে স্যাংফরের কোনো শাখা নেই। তবে শিগগিরই চালু করা হবে। সেমিনারের ইভেন্ট সহযোগী নভি কমিউনিকেশন লিমিটেড। এ সময় দ্যা টমেটোর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও নভি কমিউনিকেশন লিমিটেডের পরিচালক আসাদুর রহমান রানা ও ফুয়াদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Comment